মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) অস্থায়ী কার্যালয়ে নব নির্বাচিত কমিটি এ দায়িত্ব গ্রহণ করেন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক মঈন উদ্দিন।
নব নির্বাচিত সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো’র সভাপতিত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। সভাটি পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাংগঠনিক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন স¤্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক রনি, ক্রীড়া সম্পাদক শেখ মোঃ রোমেল সহ সকল নেতা ও সদস্যবৃন্দ।