বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মিঠাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ হোসেন,মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, সমাজসেবা অফিসের প্রতিনিধি রজত কান্ত গোস্বামী, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক হাসানুজ্জামান, সাংবাদিক এমদাদুল হক, লাবন্য প্রভা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হক প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, গরু চুরি, ইভটিজিং বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।