দেশে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৩৯ জন। আর মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ৪৪৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান হয়।
এতে আরো বলা হয়, করোনায় ২৪ ঘণ্টায় একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৩ জন। আর ১৩৯ জন আক্রান্ত নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জন।
মোট করোনা টেস্ট করা হয়েছে তিন হাজার ১৩৪টি। শনাক্তের হার চার দশমিক ৪৪ শতাংশ।