বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে পেঁয়াজ ও মাষকলাই চাষী কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, পেঁয়াজ চাষীদের জন্য ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ,২০ কেজি ডিএপি, ২০ কেজি মিউরেট অব পটাশ, পলিথিন ও প্লাস্টিক দড়ি এবং সেচ, জমি প্রস্তুত, শ্রমিক এবং বাঁশ ক্রয় বাবদ বিকাশের মাধ্যমে ২ হাজার ৮ শত টাকা প্রদান কর হয়। ২০ জন মাষকলাই চাষীদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১৯ কেজি পটাশ প্রদান কর হয়।#