পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) জাকির হোসেন। সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।