বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সিএনজি, মিশুক, বেবীট্যাক্সি, টেক্সিকার মালিক সমিতির নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোঃ বকুল হোসেন ১০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি লতিফর রহমান বেলাল পেয়েছেন ৬৮ ভোট। সহ-সভাপতি পদে ভূট্টু মিয়া ১০৮ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মানিক হোসেন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছুম পেয়েছেন ৮৫ ভোট। সহ-সম্পাদক পদে আব্দুল খালেক ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অাবু হাছান মিয়া পেয়েছেন ৭৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শ্রী মানিক মহন্ত ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাফিজুল ইসলাম পেয়েছেন ৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে হাবিব হোসেন ১১৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ হোসেন পেয়েছেন ৬০ ভোট।