বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের আয়োজনে ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ। এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।