মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক ও সুপারভাইজারদের ১২দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলশ্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার রাবেয়া পল্লীর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মোসা: সাফিয়া আকতার অপুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, জেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবুল বাসার মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন ও সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন কারিতাস বাংলাদেশ এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মি. বিরোক এক্কা। প্রশিক্ষণ কর্মশালায় ৩৭টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা ও ২ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।