মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ কারিতাসের আশা প্রকল্পের উদ্যোগে গতকাল মঙ্গলবার চাঁদপুকুর মিশন হলরুমে সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে আদিবাসী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা যতিন টপ্পের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতœীতলা উপজেলা মহিলা বগুড়ার মাটিডালী স্কুলে মাদকবিরোধী
সচেতনতায় বিতর্ক ও আলোচনা সভা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, আশ্রয়ের উপজেলা কর্মকর্তা তহমিনা খানম, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ফুলজান শিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, প্রকল্প সুপারভাইজার ভবেশ উড়াও, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী নেতা লুইস সরেন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সহজে সেবাপ্রাপ্তির উপায় নিয়ে আলোচনা করা হয়।