বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ অর্জন করেছেন। ২৭ আগষ্ট রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এপিএ বাস্তবায়ন কৌশল ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় এই জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ প্রদান করা হয়। রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম ঝন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা। তাঁর নিকট থেকে এই জাতীয় শুদ্ধাচার পুরষ্কার -২০২২ গ্রহন করেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক। এসময় এআইইটি ডিএলএস প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, জাতীয় চিড়িয়াখানা, ঢাকার সাবেক পরিচালক ডাঃ আব্দুল লতিফ, রাজশাহী বিভাগীয় সাবেক পরিচালক উত্তম কুমার দাস, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহির উদ্দিন প্রমুখ সহ বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী গণ উপস্থিত ছিলেন।