মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চলতি রোপা আমন মৌসুমের শুরুতে ডিজেল ও সারের মূল্য বৃদ্ধিতে রোপা আমন চাষের খরচ বিঘা প্রতি ২ হাজার টাকা বেড়েছে। বাড়তি এ খরচ নিয়ে দুঃচিন্তায় পড়েছে কৃষক। খরার কারনে বৃষ্টি নির্ভর এ ফসল রোপন করতে হয়েছে সেচ দিয়ে। ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সেচ খরচ বেড়েছে আগের তুলনায়। এছাড়া সরকার বস্তা প্রতি ইউরিয়া সারের মূল্য ৩শ টাকা বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রোপা আমন চাষীরা। ডিজেল ও সারের মূল্য বৃদ্ধিতে প্রতি বিঘা জমিতে রোপা আমন চাষ করতে আগের চেয়ে আরো ২ হাজার বেশি খরচ হচ্ছে বলে কৃষকরা জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে উপজেলায় এবার ২৮ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উপসি জাতের ২৮ হাজার ৫শ ২০ হেক্টর। স্থানীয় জাতের সুগন্ধি ১০ হাজার ৪শ ৪০ হেক্টর, হাইব্রিড ২শ ৩০ হেক্টর। মৌসুমের শুরুতে খরা ও ডিজেল সারের মূল্য বৃদ্ধিতে এ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন কুমার রায় বলেন, কৃষি অফিস থেকে রোপা আমন চাষের জন্য কৃষকদেরকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা প্রদান করা হচ্ছে। এ কারনে প্রতিকূল অবস্থাতেও লক্ষ্যমাত্রা অর্জনে কোন সমস্যা হবে না।