মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প দুলালপাড়া বিডি-০২২৩ এর উদ্যোগে জিও এনজিও সমন্বয় ও সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ন্যাজারিন মিশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মি. প্রধান রাজবংশী। নর্থ ওয়েষ্ট জেলার ডিএস রেভাঃ পুরেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোবারক আলী, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম আলী, কারিতাসের কর্মকর্তা বিরোক এক্কা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন রাশেদা রানী। সভায় সরকারি কর্মকর্তা সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।