মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরের শিবগঞ্জে আত্রাই নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ ঘন্টা পর আপন কুমার মন্ডল নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ সুলতানপুর পশ্চিমপাড়া গ্রামের পলাশ চন্দ্র মন্ডলের ছেলে ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিহতের পারিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আপন কুমার সকাল সাড়ে ৬ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়া শেষ করে বন্ধুদের সাথে সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল এসে সকাল ১১ টার দিকে আপন কুমারের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।