মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের চরম সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় শ্রেণী কক্ষ না থাকায় স্থানীয়ভাবে টিন দিয়ে তৈরি করা বেড়ার ঘরে ক্লাস করছে ছাত্র ছাত্রীরা। প্রচন্ড গরমে টিনের তৈরি বেড়ার ঘরে ক্লাস করতে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের চরম কষ্ট হচ্ছে। এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে এ বিদ্যালয়ে ৫১১ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয় ভবনে ৬টি শ্রেণী কক্ষ রয়েছে। তবে এই ৬টি শ্রেণী কক্ষে ৫১১জন শিক্ষার্থীর বসার জায়গা হয় না। উত্তরগ্রাম ক্লাষ্টারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুমন মৃধা জানান, এ বিদ্যালয়ের শ্রেণী সংকট সাময়িক ভাবে সমাধানের জন্য প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির পরামর্শ ও সহযোগীতায় টিনের বেড়া দিয়ে দুটি ক্লাস রুম করে দিয়েছি। এ দুটি ক্লাস রুমে বর্তমানে ক্লাস চলছে। তবে এ বিদ্যালয়ে দ্রুত আরো কয়েকটি শ্রেণী কক্ষ নির্মাণ হওয়া প্রয়োজন। উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার এ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ সংকটের কথা স্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে শ্রেণী কক্ষ নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ কে কয়েক দফা জানিয়েও কোন কাজ হয়নি।