মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আশা প্রকল্প ও ডাসকোর সহযোগীতায় র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক দিবর দিঘীতে পালিত হলো আন্তজার্তিক আদিবাসী দিবস। সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন নজিপুর পৌর মেয়র রেজাউল করিম। দিবসটি পালন উপলক্ষে দুপুরে দিবর দিঘী ডাকবাংলো আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের কোষাধ্যক্ষ সুধির তির্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজিপুর পৌর মেয়র রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ, ওসি তদন্ত অর্পন কুমার দাস, চাঁদপুকুর মিশনের ফাদার বেল সারিও, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, কারিতাসের কর্মসূচির কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, আদিবাসী নেতা জতিন টপ্য, লুইচ সরেন, ডাসকোর উপজেলা সমন্বয়কারী রাবেয়া সরকার এলিন, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য সরকারের প্রতি দাবী জানান। আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি দিবর দিঘীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।