বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। ৫ আগষ্ট সকাল ১০ টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। এরপর উপজেলা আওয়ামীলীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি কর্মকর্তা হাসান আলী, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম কাজল প্রমুখ। বাদ জুমুয়া উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোওয়া অনুষ্ঠিত হয়।