মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন চাষের ধুম পড়েছে। দীর্ঘ খড়ার পর গত সোমবার বিকেলে এ উপজেলায় রোপা আমন চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পর কৃষকরা পুরো দমে মাঠে নেমেছেন রোপা আমন চাষে। গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে চলছে রোপা আমন চাষ। অন্যান্য বছর আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে রোপা আমন চাষ শুরু হলেও এ বছর বৃষ্টির অভাবে বিলম্বিত হয়েছে রোপা আমন চাষ। উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মীর মো: আমজাদ হোসেন জানান, উপজেলায় এবার ২৮ হাজার ৬শ ১৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ পরিমান জমি থেকে ৮লক্ষ ২ হাজার ২শ ২২ মেট্রিকটন ধান উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মুমিনুল হক বলেন গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলায় প্রায় ৮০ ভাগ জমিতে রোপা আমনের চারা লাগানোর কাজ শেষ হয়েছে। আর ৪-৫ দিনের মধ্যেই এ উপজেলার লক্ষ্যমাত্রার শতভাগ জমিতে রোপা আমনের চারা রোপনের কাজ শেষ হবে বলেও তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষে কিছুটা বিলম্ব হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কোন সমস্যা হবে না।