বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ পালন উপলক্ষে ৬ষ্ঠ দিনে মোবাইল কোর্টের মাধ্যমে লক্ষ টাকার অবৈধ রিং জাল আটক করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৮ জুলাই বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান এবং থানা পুলিশের সদস্য নিয়ে বিলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছোট যমুনা নদীতে ফেলা ১২ টি অবৈধ রিং জাল আটক করেন। তারপর জালগুলোর মালিক পলাতক থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জালগুলোর আনুমানিক মূল্য লক্ষ টাকার উপরে বলে মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।