বগুড়ার গাবতলীতে নাশকতার মামলায় বিএনপির ছয় নেতার রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী আমলী আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এআদেশ প্রদান করেন। বিএনপির ছয় নেতা হলেন- উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক সুরাইয়া জেরিন রনি, পৌরসভার কাউন্সিলর হারুনুর রশিদ হারুন এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান ফজলে রাব্বী মন্ডল । মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সোলায়মান আলী জানান, নাশকতার মামলায় ছয়জন আসামীকে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এসময় আদালতে জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এনামুল হক নতুন, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত ২৯ মে গাবতলী উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বিষ্ফোরক আইনে গাবতলী থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।