পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা ভবনের উদ্বোধন। “নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ণ” শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), জয়পুরহাটের বাস্তবায়নে আজ সোমবার দুপুরে বিদ্যালয় চত্ত্বরে ভবন উদ্বোধনের পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওমীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফে আকবর চৌধুরী রাজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।