বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় নৃত্য নাট্য উৎসব-২২ এর ২য় দিনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ১৩ তম প্রযোজনা নৃত্যনাট্য বারামখানা ঢাকা জাতীয় নাট্যশালার মঞ্চে অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত লালন শাইজির জীবন দর্শনের উপর ভিত্তি করে এই নৃত্য নাট্যটির মূল ভাবনা ও পরিকল্পনা করেছেন নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ। মাহবুব হাসান সোহাগ এর নৃত্য পরিচালনা এবং আব্দুল মোবিন জিন্নাহ নাট্য নির্দেশনায় সিরাজ সাঁই এর চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ফিরোজ, কিশোর লালনের চরিত্রে সাদমান আল মোবিন সাদাফ, লালন এর চরিত্রে অভিনয় করেছেন মাহবুব হাসান সোহাগ, এছাড়াও অন্যান্য চরিত্র সহ দলীয় নৃত্যে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ৩৫ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। নৃত্য নাট্য উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিশিষ্ট নৃত্য গবেষক ও পরিচালক ড.নিগার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বারামখানা নৃত্যনাট্য দেখে দর্শক সারিতে থাকা দেশ বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালকবৃন্দরা ভূয়শী প্রশংসা করেন। নৃত্য নাট্যে সঙ্গীত পরিচালনা করেছেন ইবরার টিপু। নৃত্যনাট্য “বারামখানায়” কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, শফি মন্ডল, পার্বতী বাউল, চন্দনা মজুমদার, শাহনাজ বেলি ও রিংকু। নৃত্যনাট্য লাইট ডিজাইন করেছেন ঠান্ডু রায়হান, রূপসজ্জা ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেকআপ আর্টিস্ট মোহাম্মদ বাবুল। বারামখানা নৃত্যনাট্যটি ১২ তম মঞ্চায়িত হয়। উৎসবের শেষ দিনে দেশ বরেণ্য নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন ও লুবনা মারিয়াম এর পরিচালনায় শ্যামা ও মায়ার খেলা নৃত্যনাট্য পরিবেশিত হবে।