মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ গরুচোর সহ বিভিন্ন মামলার আসামী সহ ১৬ জনকে আটক করে বগুড়া জেলহাজুতে প্রেরণ করেছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, ঈদকে সামনে রেখে একটি আন্তজেলা গরুচোর চক্রের সদস্যরা খামারী ও কৃষকের গরু চুরির জন্য বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা শিবগঞ্জ থানাকে যোগাযোগের ক্ষেত্রে নিরাপদ এলাকা হিসাবে বেচে নিয়েছিল। এই চক্রকে আটক করতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ২০টি চোরাই গরু সহ সক্রিয় গরু চোরের ৬ সদস্য, মাদক ও পলাতক মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ১৬ জন আটক করে শনিবারে জেলহাজুতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন গরুচোর চক্রের সক্রিয় সদস্য রংপুর জেলার পীরগঞ্জ থানার বাসুস পুর গ্রামের রফিকুল ইসলাম, একই এলাকার আতিয়া রহমান, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার চকদুর্গাপুর গ্রামের সাজু খন্দকারের ছেলে সাইদুর ইসলাম, নওগাঁ জেলার মহাদেবপুর থানা খেজুরপুড়া গ্রামের সুমন শেখ। অন্যান্য মামলার আসামী মোমিন ইসলাম, শহিদুল ইসলাম শাহাবুল ইসলাম মুছা মন্ডল, বোরহান, রেজাউল, সাজু মিয়া, সুজন প্রাং, আব্দুল বাছেদ, মোমিন, মোফাজ্জল প্রাং, মেহেদী হাসান।