স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে পৃথক দু’টি খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, সিলেটের মানুষ যখন বন্যায় ডুবছে, সরকার তখন খাদ্য সহায়তা না দিয়ে তামাশা করেছে। পদ্মা সেতু উদ্বোধনের নামে উৎসব করে কোটি কোটি টাকা লুটপাটে মেতে উঠেছে। সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে সিলেটবাসীকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। অতীতে যেমন মানুষের পাশে ছিল, এখনও পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় এদিন সদর উপজেলার সাহেব বাজার টিল্লাপাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এর আগে নগরীর দক্ষিণ সুরমায় মহানগর স্বেচ্ছাসেবক দলের খাদ্য সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল। খাদ্য সহায়তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগরের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি রফিক হাওলাদার, আশক কবির শত, ড. শরিফুল ইসলাম দুলু, মো: জমির হোসেন, ফরহাদ চৌধুরী শামীম, একে এম আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ছাদরেজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদি, অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া আলম মামুন। আরো ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, গাজী রেজওয়ানুল হক রিযাজ, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, মহিউদ্দিন মনির, কাফি উদ্দিন সেন্টু, ইফতেখারুজ্জামান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, মাহমুদুল হাসান খোকন, স্বাগত কিশোর দাস, হাসিবুর রহমান মুন্না, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সম্পাদক মো. ইলিয়াস, কামাল হাসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আহমদ পলাশ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নাসির আহমদ মুল্লা, সাংগঠনিক সম্পাদক সাদ মুর্শেদ পাপা সিকদার, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ জি এম মুক্তাদির রাজু, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।