সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০পরিবারের মাঝে ১০কেজি করে জি আর চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের বন্যা এলাকায় ৫ টন জি আর চাউল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহ জামাল, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফসার আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোস্তফা কামাল, ৬নং ওয়ার্ডের মেম্বার জনাব আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুস সালাম ও ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ছানোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবারে প্রথম দিনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বী। ৫০০টন জি আর চাউল ১০ কেজি বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি। ত্রাণ সহায়তা বৃহস্পতিবার ও শুক্রবার বন্যা এলাকার দেওয়া হয়েছে যেমন: কাটাংঙ্গা, হাট বয়রা, দোগাছি, চিতুলিয়া, বড় বয়রা, ছোট বয়রা, সয়াধান, কৈগাড়ী,ঢোল বয়ড়া সহ বিভিন্ন গ্রামে এই সহায়তা দেওয়া হয়েছে এবং আগামীতেও এ কার্যক্রম চলমান থাকবে।