মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ জাতীয় শিক্ষা সপ্তাহে এবার পোরশার কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়েছে। বুধবার উপজেলা হলরুমে নির্বাচিত শ্রেষ্ঠ এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো: শাহ মুঞ্জুর মোরশেদ চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ওয়াজেদ আলী মৃধা, উপজেলা শিক্ষা অফিসার মো: মোজাহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিরুল ইসলাম কাবির। কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার পাশাপাশি এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। এ কলেজের সাচিবিক বিদ্যা বিভাগের প্রভাষক মো: মিজানুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ কলেজের ছাত্র আশিফ আরমান উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে রবীন্দ্র সংগীতে এ কলেজের শিক্ষার্থী মো: ইসমাইল হোসেন ও রচনা প্রতিযোগীতায় মোসা: মরিয়ম খাতুন বিজয়ী হয়েছে। এর আগে ২০১৭ এবং ২০১৯ সালে এ কলেজের বাংলা প্রভাষক মো: আজাদুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।