বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার প্রত্যন্ত নিভৃত্য পল্লীতে অবস্থিত তেঁতুলিয়া বিএমসি কলেজ নওগাঁ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে নওগাঁ জেলার বহু সরকারি – বেসরকারি কলেজকে পিছনে ফেলে এই সম্মান অর্জন করেছে তেঁতুলিয়া বিএমসি কলেজ। শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি স্বরুপ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান এর নিকট থেকে কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান শিক্ষক বৃন্দকে সাথে নিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। এবিষয়ে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, সকল শিক্ষক, স্টাফ, ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইসতিয়াক আহমেদ ইমরান বলেন, আমাদের কলেজটি প্রত্যন্ত পল্লীতে হলেও অধ্যক্ষ এবং শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক হওয়ায় শিক্ষার মান অনেক সরকারি কলেজ থেকেও ভালো বলে মনে করি। আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২০০০ সালে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৪৯৪ জন শিক্ষার্থী রয়েছে বলে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান।