বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামসহ ১২৩ জন বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: সেলিমের হাইকোর্ট বেঞ্চে বিএনপি নেতারা হাজির হয়ে আগাম জামিন আবেদন করলে আদালত তাদের ছয় সপ্তাহ জামিন দেন। এ সময়ের পর তাদের বগুড়া সেশন আদালতে আত্মসমার্পণ করতে বলা হয়েছে। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সুজা, জিয়াউর রহমান প্রমুখ।
আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ মে গাবতলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনার দুদিন পর ৩১ মে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার গাবতলী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৩০০ শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয়।