শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরে ধর্মীয় লেবাসে থাকা সোহেল রানা নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে ১৬০০’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নয়মাইল স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা(৩৫) মাঝিড়া ইউনিয়নের ঠিকাদার পাড়ার তাজুল ইসলামের পুত্র। থানার উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি সোহেল রানা ইয়াবা ট্যাবলেট নিয়ে সিএনজি চালিত অটোরিক্সায় চেপে বগুড়া শেরপুর উপজেলা দিক থেকে মহাসড়ক হয়ে শাজাহানপুর উপজেলার নিজ বাড়ি আসছে। দুপুর দেড়টার দিকে ফোর্সসহ নয়মাইল স্ট্যান্ডে চেকপোষ্ট বসিয়ে অটোরিক্সা ভিতর থেকে তাকে আটক করি। এ সময় তার (সোহেল রানা) হাতে থাকা টিস্যু পেপারের শপিং ব্যাগ থেকে শত শত লোকের উপস্থিতিতে ১৬০০’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। মাথায় টুপি, পাঞ্জাবী এবং লম্বা দাঁড়ি রাখা ধর্মীয় লেবাসের আঁড়ালে মাদক কারবার করা এই কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য অনেক বেগ পেতে হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সোহেল রানা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল। দীর্ঘ প্রচেষ্টার পর তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে।