বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে সকাল ১১ টায় বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে বদলগাছী ইউনিয়ন পরিষদ ৩-২ পাহাড়পুর ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, ওসি তদন্ত রায়হান হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম জামান পিন্টু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী দল জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহন করবে।