বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর উদ্বোধন হয়েছে। ২১ মে বিকাল সাড়ে ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর ইসলাম, আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম রেজাউল কবির পল্টন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম জামান পিন্টু, রজত গোস্বামী, বাবর আলী, এস এম জামিল প্রমুখ। উদ্বোধনী দিনের খেলায় ৪ টি ইউনিয়নের ৪টি দল অংশগ্রহণ করেন।