1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ আল-হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়া’র ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শাজাহানপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে নিহত-২ ঘোড়াঘাটে ধানের শীষের নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত নারী নির্যাতনকারীদের পরিহার করে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

বর্তমান সরকার ভালো নেই বলেই অসংলগ্ন বক্তব্য আসে : খন্দকার মোশাররফ

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

বর্তমান সরকার ভালো নেই মন্তব্য করে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, ‘তারা ভালো নেই বলেই তাদের মুখে অসংলগ্ন, কুরুচিপূর্ণ বক্তব্য আসে।’ শনিবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সা‌বেক সংসদ সদস্য ও ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি না‌সির উদ্দিন আহ‌ম্মেদ পিন্টুর সপ্তম শাহাদৎবা‌র্ষিকী উপল‌ক্ষে এ সভার আয়োজন করে স‌ম্মি‌লিত ছাত্র যুব ফোরা‌ম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার কথায় কথায় বলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি এদেশে হবে না। শ্রীলঙ্কায় যা ঘটেছে তা হলো পারিবারিক তন্ত্র ও স্বৈরশাসন। তারা ১৮ বছর চালিয়েছে। তাদের সেনাপ্রধান, পুলিশ কিন্তু সরকারের বাইরে ছিল না। যখন অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল তখন রাস্তায় মানুষ নেমেছে। তখন সেনাপ্রধান, পুলিশ কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেনি।’ তিনি বলেন, ‘অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক খারাপ অবস্থায় আছে। বাকি আছে মানুষের রাস্তায় নামা। এটার ফয়সালা হবে।’ দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো নয় মন্তব্য করে খন্দকার মোশাররফ ব‌লেন, ‘অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের যা অবস্থা তার সবটুকু প্রকাশ হচ্ছে না। বিদেশ থেকে বাংলাদেশে যেসব ঋণ নিচ্ছে তার তথ্য প্রকাশ করছে না।’ ‘এখন পর্যন্ত চাপাবাজি করছে এই সরকার। সরকার বলছে, অর্থনীতি ভালো আছে। দুই মাস আগে যে ডলারের দাম ৮২ টাকা ছিল, সেটা এখন ১০২ টাকা। কোনো কিছুই আসলে নিয়ন্ত্রণে নেই।’ খালেদা জিয়াকে হত্যার হুমকি প্রধানমন্ত্রী দিয়েছেন অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে নাকি ঠুস করে পদ্মা নদীতে ফেলে দেয়া হবে। প্রধানমন্ত্রী যখন কথা বলেন তখন সেটা নির্দেশ। খালেদা জিয়া জনগণের নেত্রী। টুস করে তাকে ফেলে দেয়ার কথা বলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সেই নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।’ তিনি বলেন, ‘এই কুরুচিপূর্ণ বক্তব্য বা নির্দেশের জন্য অনতিবিলম্বে জনগণের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। তা না হলে খালেদা জিয়াকে হত্যার হুকুমকারী, নির্দেশক হিসেবে আজকের প্রধানমন্ত্রীর বিচার একদিন এ দেশের জনগণ করবে।’ নির্বাচন কমিশন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপির ঘোষণা করেছে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে বিএনপি সে নির্বাচনে যাবে না। এ কারণে এই নির্বাচন কমিশন গঠনের সময় যে সিলেকশন কমিটির নামে নাটক হয়েছে সেখানে বিএনপি অংশ নেয়নি। আমরা জানি না এই নির্বাচন কমিশন কারা। আমরা তাদের কোনোভাবেই স্বীকৃতি দেই না।’ তিনি আরো বলেন, ‘আমরা যে নির্বাচন চাই সেটি হবে এ দেশে শেখ হাসিনার পদত্যাগ বা পতন, সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। ওই নির্দলীয় নিরপেক্ষ সরকার যখন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের সাথে আমরা বিএনপি কথা বলব। বর্তমান নির্বাচন কমিশনের সাথে সংলাপ করা বিএনপির প্রশ্নই আসে না।’ স‌ম্মি‌লিত ছাত্র যুব ফোরা‌মের আহ্বায়ক না‌হিদুল ইসলামের সভাপ‌তি‌ত্বে সভায় আরো বক্তব‌্য দেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আবদুস সালাম, রাজশাহী বিভা‌গ বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রুহুল কুদ্দুস, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দ‌লের সাধারণ সম্পাদক আবদুল কা‌দের ভূঁইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies