মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর খাদ্য গুদামে এ অভিযান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, খাদ্য পরিদর্শক শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, বিশিষ্ট চাল কল ব্যাবসায়ী ওসমান আলী প্রমুখ। এবার এ উপজেলায় সরকারি ভাবে ৪০ টাকা কেজি দরে ২২ হাজার ৫শ ৭৩ মেট্রিকটন চাল ও ২৭ টাকা কেজি দরে ৩ হাজার ৯শ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।