মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ধান কাটার কাজে চাহিদা ও মজুরী বেড়েছে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী শ্রমিকদের। পুরুষ শ্রমিকের সংকট দেখা দেয়ায় ধানকাটা কাজে অনেক কৃষকের ভরসা এখন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী শ্রমিকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে পুরুষ শ্রমিকদের পাশাপাশি ধান কাটা ও তোলার কাজে নারী শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। ধান কাটা নারী শ্রমিক দিপালী পাহান জানায়, এবার বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় নারী শ্রমিকের চাহিদা ও মজুরি দুটোই বেড়েছে। অন্যান্য বছর এসময় একদিন ধান কাটার কাজ করে ২শ থেকে ২৫০ টাকা পেলেও এবার একদিনে ৫০০ টাকা পাচ্ছে। চাহিদা ও মজুরী বাড়ায় ধান কাটার এ মৌসুমে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর অনেক ছাত্রীরাও ধান কাটা মাড়ায়ের কাজ করছেন। আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া জানান, এ উপজেলায় প্রায় ৫ হাজার নারী শ্রমিক ধান কাটার কাজ করছেন।