মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলায় ২১ জনকে আটক করেছে পুলিশ। গত ১৬ মে সকাল ৬ টা থেকে ১৭ মে সকাল ৬ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ১৬ মে সকাল ৬ টা থেকে ১৭ মে সকাল ৬ টা পর্যন্ত মোট ২৪ ঘন্টায় গরু চুরি মামলায় একটি গরু উদ্ধার সহ ০২ জনকে, একটি বার্মিস চাকু উদ্ধার সহ ০১ জনকে, ইয়াবা, গাজা ও ট্যাপান্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাদক মামলায় ০৯ জনকে, ওয়ারেন্টমূলে ০৮ জনকে এবং ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারামূলে ০১ জন সহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।