পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭)/২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পোরশা সরকারি কলেজ মাঠে নক আউট ভিত্তিক ওই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এসময় সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা প্রশাসনের আয়োজনে ওই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মে বিকালে একই স্থানে বলে সংশ্লিষ্টরা জানান।