মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ কৃষি কাজ করে পড়া লেখার খরচ যোগাচ্ছে পোরশা উপজেলার ডাশনগর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মেয়ে কলেজ ছাত্রী ময়না মার্ডি। চন্দননগর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর অভাবের কারনে পরিবারের পক্ষ থেকে পড়ালেখা বন্ধ করতে বললেও অভাবের কাছে হার মানেনি ময়না মার্ডি। নিজের প্রচেষ্টায় অন্যের জমিতে দিনমজুরি কৃষি কাজ করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে। বর্তমানে সে সাপাহার উপজেলার তিলনা ডিগ্রী কলেজে বিএ ক্লাসে পড়ালেখা করছে । সোমবার বোরাম মাঠে কথা হয় ময়না মার্ডির সাথে। তখন সে মাঠ থেকে ধান কেটে মাথায় করে কৃষকের বাড়ি নিয়ে যাচ্ছিল। ময়না মার্ডি জানায়, এবার বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় নারী শ্রমিকের চাহিদা ও মজুরি দুটোই বেড়েছে। অন্যান্য বছর এসময় একদিন ধান কাটার কাজ করে ২শ থেকে ২৫০ টাকা পেলেও এবার একদিনে ৪০০ টাকা পাচ্ছে। বোরো কাটা মৌসুমের শুরু থেকেই সে ধান কাটার কাজ করছে। অন্যান্য মৌসুমে সে অন্যের জমিতে কৃষি কাজ করে। ময়না মার্ডি জানায় কৃষি কাজ করার সময় কলেজে যেতে না পারায় পড়ালেখা কিছুটা ব্যহত হয়। তবে এ কাজ না করেও তার কোনো উপায় নেই। শত বাধার মুখেও নিজের পরিশ্রমের টাকা দিয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চায় সে। কলেজ শিক্ষক মিজানুর রহমান বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মেয়ে ময়না মার্ডি পড়ালেখার ব্যাপারে খুবই আগ্রহী। একটু সহযোগীতা দিতে পারলে সে অবশ্যই ভালো করবে।