বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলায় কর্মরত মাংস ব্যবসায়ী / কসাইদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ১২ মে সকাল সাড়ে ১১টায় প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, সাংবাদিক হাসানুজ্জামান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ, কসাই জিল্লুর রহমান, সাংবাদিক রুবেল হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন হাটের মাংস ব্যবসায়ী / কসাইগণ অংশগ্রহণ করেন।