বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর অর্থপাচারের কারণে এই দেশও শ্রীলঙ্কার মতো অবস্থার দিকে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘরে বসে থেকে নয়, মাঠে নেমে প্রয়োজনে রক্ত দিয়ে দেশ রক্ষা করতে হবে।’ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে গয়েশ্বর রায় বলেন, ‘জিয়াউর রহমানের ডাকে দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ৯০-এ গণতন্ত্র ফিরে পেয়েছে। আর এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণকে আওয়ামী লীগের দুঃশাসনের হাত থেকে রক্ষা করতে হবে।’ জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। পদত্যাদ করে তবে নির্বাচন দিতে হবে। কে মেয়র কে চেয়ারম্যান কে এমপি হবেন এটা শেখ হাসিনার সরকারকে নির্ধারণ করার ক্ষমতা জনগণ দেইনি। এটা ভোটের মাধ্যমে নির্ধারণ করবে জনগণ।’
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপি রজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল হক তৈয়ব জাকির, এম.আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধরী হিরু, তৌহিদ আলম মামুন, কে এম খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ-উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মাফতুন আহম্মেদ রুবেল , মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, শহিদুল ইসলাম বাবলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মিটন, সোলায়মান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আক্তর প্রমুখ।