নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর-নগদ অর্থ) প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ৫০ হাজার টাকা করে ১১৫ জনের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, আও.লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা থানা ওসি মো:লাইছুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।