নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে যাত্রবাহী একটি বাস ট্রাককে পাশ কাটকে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাসের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মোল্লাকুড়ি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ বলেন, রাত সাড়ে ৭টায় দূর্ঘটনার পাঁচজন রোগী হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুইজনকে রেফার্ড করা হয়েছে। তবে তাদের অবস্থাও ভাল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থেকে ছেড়ে যাওয়া নওগাঁগামী বাস-ট্রাক মোল্লাকুড়ি নামকস্থানে বাসটি পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের পাঁচযাত্রী আহত হয়েছে বলে ওসি জানান। তিনি আরও জানান আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে চলে গেছে। বাস ঘটনাস্থলে থাকলেও ট্রাক গন্তব্যে চলে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।