বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলায় প্রথম বারের মতো ট্যুরিস্ট বাসের উদ্বোধন হয়েছে। নওগাঁ জেলার ১১ টি উপজেলায় অবস্থিত বিভিন্ন প্রত্নতত্ত্ব ও দর্শনীয় স্থান পরিদর্শন এবং দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর উদ্যোগে এই প্রথম বারের মতো টুরিস্ট বাসের উদ্বোধন হয়েছে। ঈদের পরের দিন ৪ মে সকাল ৯ টায় জেলা শহরের মুক্তির মোড় থেকে উদ্বোধনী যাত্রায় যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে এই ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ এম মামুন চিশতি, জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস, নওগাঁ জেলা পরিবহন মালিক সমিতির সম্পাদক কালিমী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ৯ টায় মুক্তির মোড় থেকে এই ট্যুরিস্ট বাস ছেড়ে যাবে। ভ্রমন বিলাসীরা ৪৫০/= টাকার প্যাকেজ মূল্যের একটি টিকিট দিয়ে সকাল-বিকাল নাস্তা এবং দুপুরের খাবার সহ নওগাঁ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন।