নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। রবিবার (১লা মে) সকালে জেলা শহরের পৌরসভা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।