ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে বিপুল সংখ্যাক নেতা/কর্মীর উপস্থিতিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির উন্নতম সদস্য খাজা নাজিবুল্লা চৌধুরী বলেন, সামনে আমাদের একটিই কাজ, এই নিশি রাতের সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করা। তিনি নেতা/কর্মীদের উদ্দেশ্যে বলেন, অল্প দিনের মধ্যে কর্মসূচী আসবে আপনারা ঘরে বসে থাকবেন না। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে মুক্ত করতে হবে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক দেওয়ান ফেরদৌস হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ধামইরহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার ও মাসুদার রহমান, আরো উপস্থিত ছিলেন, পত্নীতলা বিএনপির আহবায়ক সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক আজমল হোসেন শাহান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, আমজাদ হোসেন রাকিবুল হাসান প্রমূখ।