বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধিঃ আগামী ২৬ এপ্রিল ২০২২ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ শতক জমিসহ সেমিপাকা বাড়ি প্রদানের শুভ উদ্বোধন করবেন। এই উপলক্ষে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের রাস্তার পার্শ্বে ঝড় বৃষ্টির সাথে সংগ্রামের ও অন্যের বাড়িতে অনিশ্চিত জীবন যাপনের অবসান এবং নির্ভয়ে নিশ্চিন্তে সোনার বাংলার মানুষ হিসেবে মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। তিনি আরো জানান,বদলগাছী উপজেলায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মোট ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঈদের আগে ২ শতক জমিসহ সেমি পাকা একক বাড়ি পেতে যাচ্ছে। ২ শতক জমি বাদ দিয়ে শুধু প্রতিটি বাড়ির মূল্য ২ লক্ষ ৬৪ হাজার ৫ শত টাকা। এই তৃতীয় পর্যায়ে সাদিশপুর মৌজায় ৪০ টি, জগন্নাথপুর মৌজায় ৩ টি এবং গোবিন্দপুর মৌজায় ৩ টি সহ মোট ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই গৃহ পেতে যাচ্ছেন। সেই সাথে আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।