পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলাসহ পাঁচবিবি উপজেলায় ২০১৩ সালে স্বৈরাচার আ.লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ও আহত বিএনপির নেতাকর্মীদের পরিবাবারকে ঈদ সামগ্রী বিতরণ। এ উপলক্ষে শনিবার দিনব্যাপী কুসুম্বা ইউনিয়ন, আয়মারসুলপুর ও ধরঞ্জী ইউনিয়নে নিহত ও আহতদের পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জয়পুরহাট সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বার বার নির্বাচিত সাবেক পৌর মেয়র, জেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব ফজলুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, যুগ্ম আহবায়ক হান্নান চৌধুরী, পৌর আহবায়ক অধ্যক্ষ (অবঃ) আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুরে মওলা পলাশ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।