নওগাঁ প্রতিনিধিঃ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ। নওগাঁর পতœীতলা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন অন্তে এমন মন্তব্য করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নওগাঁর পতœীতলা উপজেলা আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে বিদ্যালয় প্রাণগনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মানের প্রতিশ্রুতি দেন এবং সার্বিক সহযোগিতার অব্যাহত থাকবে বলেও জানান। পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান। এসময় নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, পতœীতলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পতœীতলা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।