নীলফামারী জেলা প্রতিনিধি: ঈদের নতুন জামা পেয়ে উচ্ছাতি বৃদ্ধাশ্রমের মানুষরা। কেউ কাপড়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, কেউবা আগতদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দোয়া। এভাবে নীলফামারীর কিশোরগঞ্জে “নিরাপদ বৃদ্ধাশ্রমের” পরিবার-পরিজনবিহীন মা-বাবারাদের ‘ঈদ উপহার’ দিয়েছে সৈয়দপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেক বয়স্কজনের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদের নতুন জামা ও পোলাও চাল, সেমাই, চিনি, দুধসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বৃদ্ধাশ্রমের প্রধান সাজেদুর রহমানের হাতে মা-বাবাদের জন্য ওই উপহারসামগী তুলে দেন। ঈদ উপহারের মধ্যে শাড়ি, লুঙ্গি, খাবার সামগ্রী রয়েছে। ১৪জনের মাঝে এই উপহার দেয়া হয়। এরমধ্যে ১২জন অবিভাবক এবং সেখানকার দু’জন কর্মী ছিলেন। নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান সাজু জানান, ২০১৮সালের জুন মাসে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়। সেখানে ১২জন রয়েছেন। যে সংগঠনটি এসব বাবা-মায়েদের উপহার নিয়ে এসেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।