পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ই¦উনিয়নের নন্দীগ্রাম তদন্ত কেন্দ্র (প্রস্তাবিত) এর শুভ উদ্বোধন। পাঁচবিবি থানা জয়পুরহাটের আয়োজনে আজ সোমবার দুপুরে তদন্ত কেন্দ্র মাঠে উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম সেবা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন। অনুষ্ঠান পরিচালনা করেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আলফা-৩ ফারজানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার তরিকুল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এই পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য জমি দান করেছেন স্থানীয় সমাজসেবী আব্দুর রহিম। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ। উদ্বোধনের পর এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় আমাদের এই অঞ্চল উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে হওয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের জন্য রাতে শান্তিতে ঘুমাতে পারিনি। পার্শ্বের দিনাজপুর ও গাইবান্ধা জেলার দুঃস্কৃতিকারীরা এসে এই ঘটনাগুলি ঘটে আবার নিজের এলাকায় চলে যেত। সহজে পুলিশ আসতে পারত না। এখন থেকে এই তদন্ত কেন্দ্রটি হওয়ার জন্য আমরা শান্তিতে থাকতে পারব।