নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। ২ বছর পরে শত শত মানুষের মিলন মেলায় পরিনত হলো মঙ্গল শোভাযাত্রা। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে সকাল ৯ টায় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ইয়াসির আরেফিন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ , সদর উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারী/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।