নীলফামারী জেলা প্রতিনিধি: ডিমলায় আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার আসাদুজ্জামান, থানারহাট কোম্পানী কমান্ডার সুবেদার আবু জাফর সহ ইউ.পি চেয়ারম্যান ও সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ প্রমুখ। বক্তারা নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান।